পতনঊষার ইসলামিয়া মালিকিয়া মাদরাসার উদ্যোগে শিক্ষা সফর ২০২৫ সম্পন্ন।
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী পতনঊষার ইসলামিয়া মালিকিয়া মাদরাসার উদ্যোগে আজ ২১ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার অনুষ্ঠিত হলো দিনব্যাপী শিক্ষা সফর। শিক্ষার্থীদের জ্ঞান ও অভিজ্ঞতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ সফরের গন্তব্য ছিল সিলেট জেলার বিখ্যাত পর্যটন কেন্দ্র জাফলং। প্রকৃতির সান্নিধ্যে এনে শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের বাইরে বাস্তব জ্ঞান অর্জনের সুযোগ করে দিতেই এ সফরের আয়োজন করা হয়।
সকাল ৮টায় মাদরাসা প্রাঙ্গণ থেকে সফর শুরু হয়। প্রায় চার ঘণ্টার যাত্রা শেষে পৌঁছানো হয় নয়নাভিরাম জাফলংয়ে। প্রথমেই সফরসঙ্গীরা পরিদর্শন করেন খাসিয়া আদিবাসীদের পল্লী। এরপর পর্যায়ক্রমে ঘুরে দেখা হয় তামাবিল সীমান্ত, মেঘালয়ের ঝরনা এবং নদীতীরে পাথর উত্তোলনের কর্মযজ্ঞ।
মাদরাসার সম্মানিত প্রিন্সিপাল মাওলানা আব্দুল হাফিজ (হাফিযাহুল্লাহ) সফর সম্পর্কে বলেন, “এই সফরের মাধ্যমে শিক্ষার্থীরা মহান আল্লাহর অপূর্ব সৃষ্টি অবলোকনের সুযোগ পেয়েছে। পাশাপাশি ভূগোল, সমাজবিজ্ঞান ও পরিবেশ বিষয়ে বাস্তব ধারণা লাভ করেছে। শৃঙ্খলা, দলগত পরিচালনা ও সময়ানুবর্তিতা শেখার দিক থেকেও সফরটি শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শিক্ষা সফরে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির ভারপ্রাপ্ত সভাপতি জনাব টিপু সুলতান চৌধুরী, সদস্য জনাব তোয়াবুর রহমান তবারক, জনাব কামরান আহমদ চৌধুরী, জনাব হাজী আব্দুল মুহিত এবং মাদরাসার হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন তোয়াহিদ মিয়া প্রমুখ। দিনব্যাপী এই সুন্দর আয়োজনে সবার মাঝে ছিল আনন্দ আর উৎসাহের ঝিলিক। সবশেষে মহান আল্লাহর দরবারে জ্ঞান অর্জনের এ সফর কবুলের দোয়া করা হয়। এ ছিল সর্বশেষ আপডেট