কমলগঞ্জে জাকের পার্টির ছাত্রফ্রন্টের নতুন কমিটি গঠন, সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিতিতে ঘোষণা।
আজ শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যায় মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার এলাকায় আনুষ্ঠানিকভাবে গঠিত হলো জাকের পার্টির ছাত্রফ্রন্টের নতুন কমিটি। এই উপলক্ষে এক বর্ণাঢ্য সমাবেশের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন জাকের পার্টির ছাত্রফ্রন্ট এবং মূল সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
কমিটির গঠন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমলগঞ্জ থানা জাকের পার্টির সভাপতি জনাব কামাল উদ্দিন চৌধুরী।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির ছাত্রফ্রন্ট সিলেট বিভাগের সভাপতি আল-আমিন আহমদ।বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা ছাত্রফ্রন্টের সভাপতি খাওয়াছার আহমদ ও সাধারণ সম্পাদক মাসুম আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন:
মুহিদ আহমদ, সভাপতি, জাকের পার্টির ছাত্রফ্রন্ট, শ্রীমঙ্গল উপজেলা শাখা। মোঃ হোসেন আহমেদ, সাধারণ সম্পাদক, কমলগঞ্জ উপজেলা জাকের পার্টি। শুয়ামিয়া, সহ-সভাপতি, কমলগঞ্জ উপজেলা জাকের পার্টি। ফুল মিয়া, সাংগঠনিক সম্পাদক, কমলগঞ্জ উপজেলা জাকের পার্টি। জুয়েল আহমদ, অর্থ সম্পাদক, কমলগঞ্জ উপজেলা জাকের পার্টি। মুঈনুউদ্দিন মিয়া, দপ্তর সম্পাদক, কমলগঞ্জ উপজেলা জাকের পার্টি।
কমিটির গঠনের বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে কমলগঞ্জ উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক মোঃ হোসেন আহমেদ জানান, “সবার সম্মিলিত সিদ্ধান্তে এবং উপস্থিত নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে আজ এই নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। আশা করি, নতুন কমিটির নেতৃত্বে ছাত্রফ্রন্ট আরও গতিশীল ও সংগঠিত হবে।