সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন মৌলভীবাজার জেলা উদ্যোগে সাংবাদিক হত্যা ও মৌলভীবাজারের ব্যবসায়ী হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত।

 সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন মৌলভীবাজার জেলা  উদ্যোগে সাংবাদিক হত্যা ও মৌলভীবাজারের ব্যবসায়ী হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত।


গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ-এর সাংবাদিক মোঃ আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার ও মৌলভীবাজারের ব্যবসায়ী    

শাহ ফজলুর রহমান রুবেল হত্যার ঘটনায় প্রতিবাদ ও এ ঘটনায়  জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী জানিয়ে মৌলভীবাজারে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন মৌলভীবাজার জেলা  শাখার উদ্যোগে সাংবাদিক হত্যা ও মৌলভীবাজারের ব্যবসায়ী হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত  হয়।



 শনিবার (০৯ আগষ্ট)বিকাল ৪ টায় মৌলভীবাজার চৌমুহনায় প্রাঙ্গণে আয়োজিত এ মানববন্ধনে সোসাইটি অভ জাতীয় গণমাধ্যম কমিশন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি  এডভোকেট ডা আবু তাহের  সভাপতিত্বে, ও সোসাইটি অভ জাতীয় গণমাধ্যম কমিশনের জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুস সালাম   সঞ্চালনায়, উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন যাহারা সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন মৌলভীবাজার জেলা শাখার সিনিয়র সহ সভাপতি মৌলভীবাজার জেলা প্রেসক্লাবে সাধারণ সম্পাদক এড.নুরুল ইসলাম শেফুল,বিএনপি নেতা মতিন বক্স, সহ সভাপতি আনহার আহমদ সমশাদ, সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, সহ সভাপতি মোঃ রুমান আহমদ,এন সি পি নেতা এহসান জুবায়ের,সাংগঠনিক সম্পাদক, দেওয়ান মোনাকিব, সহ সাংগঠনিক সম্পাদক পায়েল আহমদ,অর্থ সম্পাদক মামুনুর রশিদ তরফদার, দপ্তর সম্পাদক রাজন হোসেন,সহ দপ্তর সম্পাদক রিপন মিয়া,সহ দপ্তর সম্পাদক  আলী আহমদ রিপন, প্রচার ও মিডিয়া সম্পাদক সৈয়দ শাহীন মিয়া,সহ প্রচার সম্পাদক নজরুল ইসলাম সজিব, ক্রিয়া সম্পাদক অমিত মল্লিক, সৈয়দ শফিক মিয়া,মামুনুর রশিদ, ইমাজ উদ্দিন, রাজন মিয়া,সহ অন্য সাংবাদিক  নেতৃবৃন্দ।বক্তারা বলেন, সাংবাদিক তুহিন ছিলেন সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সাহসী কণ্ঠস্বর। তার হত্যাকাণ্ড শুধু সাংবাদিক সমাজ নয়, পুরো জাতির জন্য গভীর শোক ও ক্ষোভের বিষয়। তারা অবিলম্বে হত্যাকারীদের ফাঁসির দাবি জানানো হয়।  পাশাপাশি দেশের সকল সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রীয় পর্যায়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

এবং মৌলভীবাজার ব্যবসায়ী সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন মৌলভীবাজার জেলায় সদস্য শাহ তৌহিদুর রহমান এর পিতা শাহ ফয়জুল রহমান রুবেল এর হত্যা তারিখে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য দাবি জানানো হয়। 

মানববন্ধনে মৌলভীবাজার জেলার কর্মরত বিভিন্ন পর্যায়ের গণমাধ্যমকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নবীনতর পূর্বতন