কমলগঞ্জে শিক্ষিকা রোজিনা হত্যা মামলার পলাতক আসামি ময়মনসিংহ থেকে গ্রেফতার।

কমলগঞ্জে শিক্ষিকা রোজিনা হত্যা মামলার পলাতক আসামি ময়মনসিংহ থেকে গ্রেফতার।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শিক্ষিকা ও আইন বিভাগের ছাত্রী রোজিনা বেগম হত্যা মামলার পলাতক অন্যতম আসামি আবুল হোসেন ওরফে সোনা (৫০) কে গ্রেফতার করেছে পুলিশ। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর সহায়তায় মঙ্গলবার (৩ জুন) রাতে ময়মনসিংহ জেলার নান্দাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বহুল আলোচিত রোজিনা বেগম হত্যাকাণ্ডের পর থেকেই আবুল হোসেন আত্মগোপনে ছিলেন। একাধিকবার অভিযান চালিয়েও তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। পরে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে র‌্যাবের সহযোগিতায় স্থানীয় পুলিশ অভিযান চালিয়ে ময়মনসিংহের নান্দাইল এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আবুল হোসেন কমলগঞ্জ উপজেলার ভাসানীগাঁও গ্রামের মৃত তৈমুছ মিয়ার ছেলে এবং হত্যা মামলার অন্যতম পলাতক আসামি।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২৬ মে শিক্ষক রোজিনা বেগম হত্যাকাণ্ডের ঘটনায় কমলগঞ্জ থানায় দায়ের হওয়া মামলার (মামলা নম্বর-১৩/২৫) অন্যতম অভিযুক্ত আবুল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। মামলার প্রধান আসামিকে গ্রেফতারেরও জোর চেষ্টা চলছে।

কমলগঞ্জে শিক্ষিকা রোজিনা হত্যা মামলার পলাতক আসামি ময়মনসিংহ থেকে গ্রেফতার
উল্লেখ্য, আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে গত ২৬ মে সকাল ১০টার দিকে কমলগঞ্জের ভাসানীগাঁও গ্রামে ভেকু মেশিন দিয়ে কৃষিজমির মাটি কাটছিলেন আব্দুর রহিম ও তার ছেলে রেজাউল করিম সাগর। এ সময় জমির বিরোধ নিয়ে নিহত রোজিনার বোনজামাই জালাল আহমদ ঘটনাস্থলে গিয়ে বাঁধা দিলে তাকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়।

পরে জালাল আহমদকে বাঁচাতে তার শ্বশুরবাড়ির লোকজন—হারুন মিয়া, তার স্ত্রী নুরুন নাহার লুবনা এবং ছোট বোন শিক্ষিকা রোজিনা বেগম ঘটনাস্থলে গেলে প্রতিপক্ষ তাদের উপরও দা ও বল্লম দিয়ে এলোপাতাড়ি হামলা চালায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রোজিনা বেগমকে মৃত ঘোষণা করেন। নিহত রোজিনার ১০ বছর বয়সী একমাত্র কন্যা সন্তান রয়েছে। ঘটনার পর নিহত রোজিনার বড় ভাই শাহজাহান আহমদ বাদী হয়ে কমলগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

কমলগঞ্জে শিক্ষিকা রোজিনা হত্যা মামলার পলাতক আসামি ময়মনসিংহ থেকে গ্রেফতার

নবীনতর পূর্বতন