কমলগঞ্জের পতনউষার তারাপাশা-এয়ারপোর্ট রোডের বেহাল দশা, জনদুর্ভোগ চরমে।
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের শহীদনগর বাজার সংলগ্ন তারাপাশা-শমসেরনগর এয়ারপোর্ট রোডের বেহাল অবস্থা এলাকাবাসীর জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় রাস্তাটিতে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত, কাদা-পানি ও ধুলাবালির স্তর। প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচলকারী হাজারো মানুষ ও যানবাহন পড়ছে মারাত্মক ভোগান্তিতে।বিশেষ করে বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও তীব্র হয়ে ওঠে। স্কুলগামী শিক্ষার্থী, বাজারে যাতায়াতকারী ক্রেতা-বিক্রেতা ও আশপাশের গ্রামের সাধারণ মানুষদের জন্য এই রাস্তা এখন যেন একটি অভিশাপ। অনেকেই চলার পথে পড়ে গিয়ে আহত হচ্ছেন। যানবাহন বিকল হয়ে মাঝপথে থেমে যাচ্ছে। এছাড়া, রাতে আলোর অভাব এবং রাস্তার পাশে ড্রেনেজ না থাকায় বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি।
স্থানীয়দের অভিযোগ, বহুবার জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি। নির্বাচনের সময় প্রতিশ্রুতি দিলেও কাজের সময় সবাই যেন নিশ্চুপ থাকেন। শহীদনগরের এক ব্যবসায়ী জানান, “এই রাস্তায় এখন গাড়ি তো দূরের কথা, হেঁটে চলাও কষ্টকর। এই অবস্থার কারণে অনেক ক্রেতা বাজারে আসতে চায় না।”
এলাকার তরুণ সমাজ ও সচেতন নাগরিকরা দ্রুত রাস্তাটি মেরামতের জোর দাবি জানিয়েছেন। তাদের ভাষায়, অবিলম্বে পতনউষার বাজারের রাস্তাটি সংস্কার না করা হলে এই দুর্ভোগ আরও ভয়াবহ রূপ নেবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী জোর দাবি জানাচ্ছেন— যেন দ্রুত পদক্ষেপ নিয়ে জনসাধারণের চলাচলের সুবিধার্থে সড়কটি সংস্কার করা হয়।