পতনউষার আলোর পথ ইসলামি ছাত্র সংগঠন এর উদ্যোগে ২ শতাধিক মানুষ চিকিৎসা সেবা পেল

 

পতনউষার আলোর পথ ইসলামি ছাত্র সংগঠন এর  উদ্যোগে ২ শতাধিক মানুষ চিকিৎসা সেবা পেল

মৌলভীবাজার জেলা কমলগঞ্জ উপজেলার পতনউষার আলোর পথ ইসলামি ছাত্র সংগঠন এর উদ্যোগে   এক দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও ২০২৫-২৬ সেশনের কার্যকরী কমিটির পরিচিতি সভা এবং আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। ৭ আগস্ট সোমবার সকাল ৯টা থেকে বিকেল পর্যন্ত  মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়।উক্ত অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও ভারপ্রাপ্ত সভাপতি  এহিয়া আহমদ রাফি , সভাপতি তো করেন পতনউষার আলোর পথ ইসলামি ছাত্র সংগঠন এর প্রধান উপদেষ্টা তোয়াবুর রহমান তবারক। উদ্বোধক ও প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পতনউষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান, উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মাওলানা আব্দুল হাফিজ,উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম উপদেষ্টা সাজিদুর রহমান সাচ্চু, উপস্থিত ছিলেন মাইজগাও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ফেরদৌস খান, উপস্থিত ছিলেন আনোয়ার খান,উপস্থিত ছিলেন  মাওলানা জাকারিয়া আহমদ, উপস্থিত ছিলেন মাওলানা আব্দুস সামাদ, প্রমুখ। 


  পতনউষার আলোর পথ ইসলামি ছাত্র সংগঠন  উদ্যোগে স্থানীয় গরীব ও দুস্থদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়  ।  চিকিৎসা প্রদান করেন ডাঃ তানভীর আহমদ চর্ম ও যৌন, এলাজি শিশু রোগের অভিজ্ঞ চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করেন মেডিকেল ক্যাম্পটিতে। এছাড়া,চিকিৎসা প্রদান করেন ডাঃ এস কে নাহিদ চর্ম এলার্জি নাক কান গলা ডায়াবেটিস বাত ব্যাথা মহিলা ও শিশু রোগের অভিজ্ঞ চিকিৎসক।  একদিনে প্রায় ২ শতাধিক মানুষকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

আর্থিক অসচ্ছল থাকায় এখানকার মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। ফ্রি মেডিকেল সেবা হলো মানবিক ও মহতী উদ্যোগ। সংগঠনের  প্রতি মানুষের অত্যন্ত আস্থা বিশ্বাস আছে। সেই বিশ্বাসের আলোকে অনেক রোগী এখানে চিকিৎসা নিতে এসেছেন। পতনউষারে জনগণের জন্য এরকম চিকিৎসা সেবা সম্প্রসারিত হলে এ অঞ্চলের দরিদ্র, অসচেতন জনগোষ্ঠীর আরো উপকৃত হবে।

নবীনতর পূর্বতন