পতনউষারে আলোর পথ ইসলামি ছাত্র সংগঠন এর ফ্রি মেডিকেল ক্যাম্পের সফল আয়োজনের পর দুই চিকিৎসককে সম্মাননা স্মারক প্রদান

 পতনউষারে আলোর পথ ইসলামি ছাত্র সংগঠন এর ফ্রি মেডিকেল ক্যাম্পের সফল আয়োজনের পর দুই চিকিৎসককে সম্মাননা স্মারক প্রদান

মানবসেবার মহৎ ব্রতকে এগিয়ে নিতে এবং চিকিৎসা সেবায় অবদানের স্বীকৃতি দিতে পতনউষার আলোর পথ ইসলামি ছাত্র সংগঠন গত ৭ আগস্ট একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করেছিল। ওই ক্যাম্পে অসহায় ও সাধারণ মানুষের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন দুইজন নিবেদিতপ্রাণ চিকিৎসক— ডা. এস. কে. নাহিদ ও ডা. তানভির আহমদ।

তাদের এই মহৎ ভূমিকা ও সার্বিক সহযোগিতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য গতকাল (১৪ আগস্ট) রাত ৮টায় শমশেরনগরের আলিবাবা রেস্টুরেন্টে এক সৌহার্দ্যপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা ও বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি এহিয়া আহমদ রাফি উভয় চিকিৎসকের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মহসিন খান, সহ সমাজকল্যাণ সম্পাদক আকিব খান, বাজার বিষয়ক সম্পাদক সাগরুল হক চৌধুরী, প্রচার সম্পাদক সাইদুল্লাহ হাসান দোহা এবং উপদেষ্টা কমিটির সদস্য শাকিল আহমদ।


সভায় বক্তারা বলেন—


> "চিকিৎসা পেশা শুধু একটি পেশা নয়, এটি মানবতার সেবার এক পবিত্র দায়িত্ব। ডা. এস. কে. নাহিদ ও ডা. তানভির আহমদ ফ্রি মেডিকেল ক্যাম্পে তাদের জ্ঞান, সময় ও শ্রম দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন। এটি সমাজে এক অনুকরণীয় দৃষ্টান্ত।"


সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মানবিক কাজে যারা আন্তরিকভাবে অবদান রাখবেন, ভবিষ্যতেও তাদেরকে এভাবেই স্বীকৃতি ও সম্মাননা জানানো হবে, যাতে সমাজের আরও মানুষ অনুপ্রাণিত হয়ে সেবামূলক কাজে যুক্ত হন।

উল্লেখ্য, ২০১৯ সালে প্রতিষ্ঠার পর থেকে পতনউষার আলোর পথ ইসলামি ছাত্র সংগঠন নিয়মিত রমজান মাসে ইফতার ও অর্থ বিতরণ, বন্যা ও দুর্যোগকালীন সময়ে ত্রাণ সহায়তা এবং অসহায় শিক্ষার্থী ও সাধারণ মানুষের জন্য বিভিন্ন সামাজিক ও স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করে আসছে।

নবীনতর পূর্বতন